• ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ৬ই শাবান, ১৪৪৬ হিজরি

ইংল্যান্ডে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ১৯০,আক্রান্ত ৫৯২৬ জন

bilatbanglanews.com
প্রকাশিত মার্চ ১০, ২০২১
ইংল্যান্ডে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ১৯০,আক্রান্ত ৫৯২৬ জন

বিবিএন নিউজ ডেস্ক : ব্রিটেনে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়লেও কমেছে মৃত্যুর সংখ্যা। নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৯২৬ জন। গতকাল মঙ্গলবার আক্রান্তের সংখ্যা ছিলো ৫,৭৬৬ জন, সোমবার ছিলো ৪,৭১২ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪২ লাখ ৩৪ হাজার ৯২৪ জন। (দ্যা সান/জনমত)

এদিকে গত ২৪ ঘন্টায় মৃত্যু বরণ করেছেন আরো ১৯০ জন। গতকাল মঙ্গলবার মৃতের সংখ্যা ছিলো ২৩১ জন, সোমবার ছিলো ৬৫ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ২৪ হাজার ৯৮৭ জন।

বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৯ হাজার ৪৩৫ জন। এর মধ্যে ভেন্টিলেশনে রয়েছেন ১ হাজার ২৯৩ জন। এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ২ কোটি ২৮ লাখ ৯ হাজার ৮২৯ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ১২ লাখ ৫৪ হাজার ৩৫৩ জন।