• ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ছাতকে অনলাইন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক পুর্ণাঙ্গ কমিটি গঠন

bilatbanglanews.com
প্রকাশিত ফেব্রুয়ারি ২৪, ২০২১
ছাতকে অনলাইন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক পুর্ণাঙ্গ কমিটি গঠন

 

ছাতক প্রতিনিধি::সুনামগঞ্জের ছাতক উপজেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে অনলাইন প্রেসক্লাব নামে একটি নতুন কমিটি গঠন করা হয়।
গতকাল বুধবার বিকেলে শহরের অস্থায়ী কার্যালয়ে দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি আনোয়ার হোসেন রনির সভাপতিত্বে ও শিক্ষক আজিজুর রহমান আজিজের পরিচালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় বক্তব্য রাখেন দৈনিক ঢাকা প্রতিদিনের জেলা প্রতিনিধি শামীম আহমদ তালুকদার, দৈনিক ভোরের ডাকের প্রতিনিধি জাহাঙ্গীর আলম চৌধুরী। সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে দৈনিক আমাদের সময় ও দৈনিক একাত্তরের কথা ছাতক প্রতিনিধির সাকির আমিনকে সভাপতি ও দৈনিক গণমুক্তি পত্রিকার ছাতক প্রতিনিধি অলিউর রহমানকে সাধারণ সম্পাদক এবং দৈনিক গণকণ্ঠ পত্রিকার ছাতক প্রতিনিধি হাসান আহমদ কে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন দৈনিক আমাদের ফোরাম সুনামগঞ্জ জেলা প্রতিনিধি আজিজুর রহমান আজিজ সিনিয়র সহ সভাপতি, শিক্ষার কণ্ঠস্বর ছাতক প্রতিনিধি কমলকান্ত রায় তালুকদার, আব্দুল ছালিক মিলন তালুকদার, দৈনিক আমাদের ফোরাম ছাতক প্রতিনিধি আবু খালেদ, দৈনিক সরেজমিন বার্তা ছাতক প্রতিনিধি ফজল উদ্দিন, তথ্যঅনুসন্ধান প্রতিনিধি মেহেদী হাসান খালেদ সহ সভাপতি, দৈনিক প্রভাত বেলা ছাতক প্রতিনিধি জুনেদ আহমদ রুনু, দৈনিক প্রভাত বেলা গোবিন্দগঞ্জ প্রতিনিধি হেলাল মাহমুদ যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক তৃতীয়মাত্রা ছাতক প্রতিনিধি মিলাদ হোসেন শুভ, এস.টি.এন প্রতিনিধি আক্তার হোসেন সহ সাংগঠনিক সম্পাদক ক্রাইম সিলেট ডটকম প্রতিনিধি মাওঃ আবু তাহের অর্থ সম্পাদক, দৈনিক হাওড়বার্তা ছাতক প্রতিনিধি ইব্রাহীম বিন আশরাফী তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, আজকের সুনামগঞ্জ ডটকম প্রতিনিধি সংকর দাশ পাঠাগার ও প্রকাশনা সম্পাদক, জামরুল ইসলাম রেজা দক্ষিণের ক্রাইম ডটকম প্রতিনিধি ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, বাদশা মিয়া ও সুজিত রায়কে সদস্য করে ২১ সদস্য বিশিষ্ট ছাতক অনলাইন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।