• ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ইংল্যান্ডে করোনায় অক্টোবরের পর সোমবার সর্বনিম্ন আক্রান্ত ৯,৭৬৫ জন,মৃত্যু ২৩০ জনের

bilatbanglanews.com
প্রকাশিত ফেব্রুয়ারি ১৫, ২০২১
ইংল্যান্ডে করোনায় অক্টোবরের পর সোমবার সর্বনিম্ন আক্রান্ত ৯,৭৬৫ জন,মৃত্যু ২৩০ জনের

বিবিএন নিউজ ডেস্ক :ইংল্যান্ডে গত ২ অক্টোবরের পর করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রথমবারের মত ১০ হাজারের নিচে নেমে এসেছে। কমেছে মৃত্যুর সংখ্যা। গত ২৬ ডিসেম্বরের পর সর্বনিম্ন মৃত্যুর সংখ্যা প্রকাশ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় আরো ২৩০ জনের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার ছিলো ২৫৮ জন, শনিবার ছিলো ৬২১ জন, শুক্রবার ছিলো ৭৫৮ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ১৭ হাজার ৩৯৬ জন।

অন্যদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৯,৭৬৫ জন। গতকাল রবিবার ছিলো ১০,৯৭২ জন, শনিবার ছিলো ১৩,৩০৮ জন, শুক্রবার ছিলো ১৫,১১৪ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ৪৭ হাজার ৮৪৩ জন। (দ্যা সান/ওয়ানবাংলা)

বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ২৩ হাজার ৩৪১ জন। এর মধ্যে ভেন্টিলেশনে রয়েছেন ২৯৪৩ জন। যা গত ২দিন যাবত অপরির্বতিত দেখাচ্ছে।
এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৫৩ লাখ ০০ হাজার ১৫১ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫ লাখ ৩৯ হাজার ৬৩০ জন।