• ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ছাতকে মোটর সাইকেলের ধাক্কায় স্কুল ছাত্রীর মৃত্যু

bilatbanglanews.com
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২১
ছাতকে মোটর সাইকেলের ধাক্কায় স্কুল ছাত্রীর মৃত্যু

 

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:সুনামগঞ্জের ছাতকে দ্রুতগামীর মোটর সাইকেলের ধাক্কায় রিয়া বেগম (৭) নামের এক স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার কালারুকা ইউনিয়নের তাজপুর গ্রামের নাসির উদ্দিনের কন্যা ও তাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনির ছাত্রী।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে রিয়া বেগম তার সৎ মা ও দাদির সাথে গোবিন্দগঞ্জে ডাক্তারের কাছে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। গ্রাম সংলগ্ন ছাতক-গোবিন্দগঞ্জ রাস্তায় দাড়িয়ে সিএনজি অটো-রিকশার অপেক্ষায় ছিলেন তারা। হঠাৎ ছাতক থেকে একটি দ্রুতগতির মোটর সাইকেল এসে রাস্তার পাশে দাড়ানো অবস্থায় রিয়া বেগমকে ধাক্কা দেয়। এতে সে আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়। লাশ হাসপাতালের মর্গে আছে। এদিকে দূর্ঘটনায় মোটর সাইকেল চালকও আহত হয়েছে। তাকেও ভর্তি করা হয়েছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। খবর পেয়ে থানার উপ-পরিদর্শক লিটন দাশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে দূর্ঘটনা কবলিত মোটর সাইকেলটি তিনি জব্দ করে থানায় নিয়ে আসেন। থানার ওসি নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটর সাইকেলটি আটক করা হয়েছে। এ সাইকেলটি উপজেলার নোয়ারাই ইউনিয়নের পাটিভাগ   গ্রামের তানভীর আহমেদের ।