• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

আহত সাংবাদিক কামাল হোসেনের শয্যা পাশে বিএমএসএফ নেতৃবৃন্দ

bilatbanglanews.com
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২১
আহত সাংবাদিক কামাল হোসেনের শয্যা পাশে বিএমএসএফ নেতৃবৃন্দ
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ ১১ নভেম্বর দুপুর ১২  টায় সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আহত সাংবাদিক কামাল হোসেন কে দেখতে আসেন।  প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর, সহ সভাপতি সাইদুর রহমান রিমন,সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আহাদ,এনামুল কবির সোহেল, সহ সাংগঠনিক সম্পাদক মোনালিসা মৌ,দবির নেওয়াজ, ঢাকা মহানগর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার পিন্টু।  সাংবাদিক নেতৃবৃন্দ সন্ত্রাসীদের নির্যাতনের পুরো ঘটনার বর্ণনা শুনেন আহত সাংবাদিক কামাল হোসেনের মুখ থেকে। পরে সাংবাদিক নেতৃবৃন্দ কামাল হোসেনের পরিবারের ও তাকে সান্তনা দিয়ে বলেন হামলা কারী যত শক্তিশালীই হোক না কেন আইনের হাত থেকে রেহাই পাবে না । আমরা এর শেষ দেখে ছাড়ব। এর পেছনে যে বা যারা জড়িত থাকুক তদন্ত করে আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানান স্থানীয় প্রশাসনের প্রতি। এ সময় আরো উপস্থিত ছিলেন সুনামগঞ্জ   রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু , সিনিয়র সহ সভাপতি মাসুম হেলাল ,সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান তারেক, রুজেল আহমদ , আশিকুর রহমান পীর  ,  কর্ণ বাবু দাস, রুজেল আহমদ, আব্দুস সালাম,
    প্রমুখ। পরে নেতৃবৃন্দ সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে গিয়ে রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দের সাথে এক মত বিনিময়ে মিলিত হন।