• ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শায়খ আহমাদুল্লাহর শারীরিক অবস্থার উন্নতি

bilatbanglanews.com
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২১
শায়খ আহমাদুল্লাহর শারীরিক অবস্থার উন্নতি

বিবিএন নিউজ ডেস্ক : ইসলামিক স্কলার, দাঈ ও সমাজকর্মী শায়খ আহমাদুল্লাহর স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়েছে। আজ (৯ ফেব্রুয়ারি) মঙ্গলবার তার ভেরিফাইড ফেসবুক থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এক পোস্টে বলা হয়েছে, ‘আলহামদুলিল্লাহ! মহান আল্লাহর অনুগ্রহ ও আপনাদের আন্তরিক দোয়ায় শায়খ আহমাদুল্লাহ এর শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে। আগামীকাল পুনরায় পরীক্ষা-নিরীক্ষা করার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।’

পোস্টে আরো বলা হয়েছে, ‘আমরা জানিয়েছিলাম যে, শায়খের পরিবারের আরো তিন সদস্য করোনায় আক্রান্ত। আলহামদু লিল্লাহ, তাদের দু’জনের অবস্থা প্রাথমিক পর্যায়ে। একজনের ফুসফুসে সংক্রমণ জনিত সমস্যা ধরা পড়লেও তা সামান্য। খুব বেশি দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতো পরিমাণ নয় বলে চিকিৎসকগণ আশ্বস্ত করেছেন। দোয়া করছি, আল্লাহ যেন সবাইকে দ্রুত আরোগ্য দান করেন।’

পোস্টে সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলা হয়, ‘আপনাদের জ্ঞাতার্থে বলছি, শায়খের শারীরিক অবস্থা সম্পর্কিত তথ্য শায়খের এই পেইজ থেকে প্রচারিত হবে। শায়খের শারীরিক অবস্থা পরিবর্তন হলে [ইতিবাচক অথবা নেতিবাচক] এই পেইজ থেকে জানানো হবে। দয়া করে অবিশ্বস্ত সূত্রে প্রাপ্ত তথ্য প্রচার করবেন না।’