• ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই জিলকদ, ১৪৪৬ হিজরি

যুব সমাজ খেলাধূলায় মনোনিবেশ করলে মাদক সন্ত্রাস কমে আসবে – পুলিশ সুপার 

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ৩০, ২০২১
যুব সমাজ খেলাধূলায় মনোনিবেশ করলে মাদক সন্ত্রাস কমে আসবে – পুলিশ সুপার 
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ:আজ  রোববার সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার লাউড়ের গড় ক্রিকেট ক্লাব আয়োজিত, মরহুম আফজল উদ্দিন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেম সুনামগঞ্জের পুলিশ সুপার  মিজানুর রহমান বিপিএম ।
তিনি বলেন যুব সমাজ যদি খেলা ধূলায় মনোনিবেশ করে তাহলে মাদক  ,জঙ্গীবাদ সন্ত্রাস ধারে কাছেও ভিড়তে পারবেনা।
বিকেলে তাহিরপুর সীমান্তবর্তী লাউড়ের গড় মাঠে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে সুনামগঞ্জ জেলার ৩২   টি  দল অংশগ্রহণ করে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে রাজাই একাদশ ও রানার্স আপ হয়েছে লাউড়েরগড় ক্রিকেট ক্লাব। ম্যান অব দ্যা ম্যাচ   হয়েছেন সায়েম আহমদ, ম্যান অব দা টুর্নামেন্ট হন মুন্না আহমেদ, সর্বোচ্চ রানের অধিকারী হন সুজন আহমেদ। সর্বোচ্চ উইকেট শিকারি হন লাদেন আহমদ।

 অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা, বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুরঞ্জিত তালুকদার, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিটু, বাদাঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, বর্তমান চেয়ারম্যান আফতাব উদ্দিন, আনন্দনিকেতন স্কুলের ক্রীড়া শিক্ষক আসাদ জাহান। টুর্নামেন্টের পৃষ্টপোষক নারজেল হোসেন, আকাইদ হোসেন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক শাহীন আলম, শাহাঙ্গীর আলম, মাহমুদুল হাসান তারেক, কাউসার আহমেদ রাশা, তমিজ উদ্দিন, মাসুদ জাহান পিংকু প্রমুখ।