• ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

কোটি টাকার মাদকসহ ইয়াবা সুন্দরী রোকসানা র‌্যাবের খাঁচায়

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ২৮, ২০২১
কোটি টাকার মাদকসহ ইয়াবা সুন্দরী রোকসানা র‌্যাবের খাঁচায়

সিলেট প্রতিনিধি  : অবশেষে র‌্যাবের খাঁচায় বন্দি হলো সিলেটের ইয়াবা সুন্দরী রোকসানা আক্তার। তার কাছ থেকে ২৮ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে র‌্যাব। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে মামলা দায়ের করেছে।

জানা যায়, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় র‌্যাব-৯ এর অধিনায়ক লে. কর্ণেল আবু মুসা মো. শরীফুল ইসলামের নেতৃত্বে মেজর মো. শওকাতুল মোনায়েম, এএসপি এ.কে.এম কামরুজ্জামান ও এএসপি আব্দুল্লাহ সহ সদর কোম্পানীর একটি আভিযানিক দল নগরীর শাহজালাল উপশহর এলাকায় অভিযান চালিয়ে রোকসানাকে আটক করা হয়।

পরে তাকে শাহপরাণ থানা পুলিশের কাছে হস্তান্তর করে র‌্যাব। আটক রোকসানা সিলেটের জকিগঞ্জ উপজেলার এওলাসার গ্রামের আব্দুল হামিদ চৌধুরীর স্ত্রী।