• ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ওসমানীনগরে বাংলাদেশ মাধ্যমিক প্রতিষ্ঠান প্রধান শিক্ষক পরিষদের আহবায়ক কমিটি গঠন

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ২৩, ২০২১
ওসমানীনগরে বাংলাদেশ মাধ্যমিক প্রতিষ্ঠান প্রধান শিক্ষক পরিষদের আহবায়ক কমিটি গঠন

 

বিবিএন নিউজ ডেস্ক:সিলেটের ওসমানীনগর উপজেলায় বাংলাদেশ মাধ্যমিক(স্কুল ও মাদ্রাসা)প্রতিষ্ঠান প্রধান শিক্ষক পরিষদের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। আজ ২৩/০১/২০২১ খ্রিঃ শনিবার মোঃনুর মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।কমিটির নেতৃবৃন্ধ হচ্ছেন, আহবায়ক মোঃ সানা উল্লাহ্ ওসমানীনগর মডেল উচ্চ বিদ্যালয়।যুগ্ম আহবায়ক,নুরুল ইসলাম–শরৎ সুন্দরি উচ্চ বিদ্যালয়। মোঃ আব্দুল কাইয়ুম-যুগ্ম আহবায়ক-আলহাজ্ব মিনা বেগম দাখিল মাদ্রাসা। মোঃ দুলাল মিয়া-যুগ্ম আহবায়ক-সদরুন্নেছা উচ্চ বিদ্যালয়।-সদস্য সচিব ,মোঃ মুমিনুর রশিদ-কে,এ জনতা উচ্চ বিদ্যালয়।হেলেন বেগম চৌধুরি-সদস্য–মোঃ নুর মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়। রণধীর মোহন দেব-সদস্য-খুজগীপুর মান উল্লাহ্ উচ্চ বিদ্যালয়।মোঃ নজরুল ইসলাম-সদস্য-রহমত পুর উচ্চ বিদ্যালয়। প্রদীপ চন্দ্র ভৌমিক-সদস্য–সাদীপুর উচ্চ বিদ্যালয়। রিপন সুত্রধর-সদস্য-সিকন্দরপুর আব্দুল হাফিজ উচ্চ বিদ্যালয়।আসাদুজ্জামান চৌধুরী-সদস্য-নবগ্রাম হাজী ছাইম উচ্চ বিদ্যালয়। মোঃ আনোয়ার হোসেন-সদস্য-কে.জি.ডি.এস উচ্চ বিদ্যালয়। মোঃ আব্দুল হাই আল হাদী-সদস্য-চাতলপার দাখিল মাদ্রাসা।গোলাম কিবরিয়া-সদস্য-শাহ্ সিদ্দিক জামেয়া উচ্চ বিদ্যালয়।আবু সালেহ আল মাহমুদ-সদস্য-চক বাজার মাদ্রাসা।