• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ছাতকে মিনি স্টেডিয়াম থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় মিলেছে

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ১৭, ২০২১
ছাতকে মিনি স্টেডিয়াম থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় মিলেছে

 

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:সুনামগঞ্জের ছাতকে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের মাঠে পড়ে থাকা অজ্ঞাতনামা ব্যক্তির লাশের পরিচয় মিলেছে।জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বিলাত বাংলা নিউজ সহ বিভিন্ন পত্র পত্রিকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার হলে দৃষ্টি পড়ে স্বজনদের। অবশেষে শনিবার রাতেই লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করে ছাতক থানা পুলিশ।

জানা যায়, শনিবার ছাতক পৌরসভা নির্বাচন চলাকালিন সময়ে বেলা ৩টার দিকে শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামের মাঠে (মন্টু বাবুর মাঠ) ঘুমন্ত অবস্থায় এক ব্যক্তিকে মাটিতে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ওই অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ছাতক থানার এসআই মঙ্গল চাকমা জানান, পত্র-পত্রিকা ও অনলাইন পোর্টালে অজ্ঞাতনামা পরিচয়ে লাশের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় এক সাংবাদিকের মাধ্যমে জানতে পারে তার পরিবার। অজ্ঞাতনামা লাশের ওই ব্যক্তির নাম আবদুল আজিজ। তিনি সিলেটের গোয়ানঘাট থানাধিন পূর্নগ্রামের মৃত আবদুল লতিফের পুত্র। ছাতক থানার ওসি শেখ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অজ্ঞাতনামা লাশের পরিচয় মিলেছে। স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, সংসার ত্যাগ করা লোকটি এভাবে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বেড়াতো বলে শুনেছেন। স্ট্রোক করে মারা যেতে পারে বলে তার ধারণা।