• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

আরো কঠিন লকডাউনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী বরিস জনসন

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ৩, ২০২১
আরো কঠিন লকডাউনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী বরিস জনসন

বিবিএন নিউজ ডেস্ক: শীগগিরই আরো কঠিন লকডাউন আরোপের ইঙ্গিত দিয়েছেন বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। বৃটেনে দ্রুত বাড়ছে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি মোকাবেলায় নতুন এই কড়াকড়ি আরোপ করা হবে বলে জানান বৃটিশ প্রধানমন্ত্রী। তবে তিনি একইসঙ্গে স্কুলকে নিরাপদ স্থান বলে দাবি করেছেন। তিনি বলেছেন, দেশের যেসব স্থানে স্কুল খোলা রয়েছে সেখানে শিশুদের উচিত স্কুলে যাওয়া। এ খবর দিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

খবরে বলা হয়েছে, বৃটেনজুড়ে রেকর্ড পর্যায়ে বাড়ছে কোভিড-১৯ সংক্রমণ। ছড়িয়ে পড়েছে অধিক সংক্রমক একটি স্ট্রেইন।

এরফলে দেশব্যাপী স্কুল খুলে দেয়ার যে পরিকল্পনা সরকার হাতে নিয়েছিল তা তারা বাতিলে বাধ্য হয়েছে। এরইমধ্যে ইংল্যান্ডের বেশিরভাগ অঞ্চল কঠিন লকডাউনের মধ্যে রয়েছে। জারি রয়েছে টিয়ার ৪ লকডাউন। তবে প্রধানমন্ত্রী বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, টিয়ার ৪ লকডাউন হয়ত আর সংক্রমণ থামানোর জন্য যথেষ্ট নয়। ফলে আরো কঠিন লকডাউন আরোপ করা হতে পারে।
তবে জনসন শুধু ইংল্যান্ডের জন্য নীতি প্রণয়ন করতে পারেন। স্কটল্যান্ড, ওয়েলস এবং নর্দার্ন আয়ারল্যান্ডের নিজস্ব কর্তৃপক্ষ রয়েছে এসব নীতির জন্য।(দৈনিক মানবজমিন)