• ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জ পৌর নির্বাচনে প্রতীক পেয়েই বড় দুই দলের প্রচারনা

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ৩১, ২০২০
সুনামগঞ্জ পৌর নির্বাচনে প্রতীক পেয়েই বড় দুই দলের প্রচারনা

লতিফুর রহমান রাজু সুনামগঞ্জ:  সুনামগঞ্জ পৌরসভার নির্বাচনের আজ প্রতীক বরাদ্দের দিনে আওয়ামীলীগের মেয়র প্রার্থী নাদের বখত ও বিএনপির মেয়র প্রার্থী মুর্শেদ আলম নিজ নিজ দলীয় প্রতীক নৌকা ও ধানের শীষ পেয়ে রাতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রচারনা শুরু করেন।
আজ বুধবার রাতে আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী ও বর্তমান মেয়র নাদের বখত এর নির্বাচনী প্রধান কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি নুরুল হূদা মুকুট। পরে দলীয় নেতাকর্মীদের নিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান গুলোতে প্রচারনা চালান এবং শেখ হাসিনার মনোনীত মেয়র প্রার্থী নাদের বখত আবারো বিজয়ী করার আহ্বান জানান।  এ সময় মেয়র প্রার্থী নাদের বখত  , জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এডভোকেট শফিকুল আলম ,এড‌ভো‌কেট খায়রুল কবির রুমেন  ,যুগ্ম সম্পাদক হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, তাহির পুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অমল কর সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী মুর্শেদ আলম রাতে শহরের বিভিন্ন মার্কেট গুলোতে ধানের শীষের পক্ষে ভোট চান এবং বিজয়ী করার আহ্বান জানান।  এ সময় জেলা বিএনপির সহ সভাপতি আ ত ম মিসবাহ, আবুল কালাম ,নাদির আহমদ  ,সেলিম উদ্দিন  এডভোকেট শেরেনুর আলী , সাধারণ সম্পাদক নুরুল ইসলাম  ,সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম-সহ দলীয় নেতা কর্মী গণ উপস্থিত ছিলেন।