• ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জাতীয় প্রেস ক্লাব সদস্যদের ৫০ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ২৪, ২০২০
জাতীয় প্রেস ক্লাব সদস্যদের ৫০ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী

বিবিএন নিউজ ডেস্ক: করোনাভাইরাসের কারণে সংকটে পড়া প্রেস ক্লাবের সদস্য সাংবাদিকদের সহায়তায় ৫০ লাখ টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার বিকালে প্রধানমন্ত্রীর পক্ষে তার প্রেস সচিব ইহসানুল করিম প্রধানমন্ত্রীর কার্যালয়ে মহামারীকালীন বিশেষ আর্থিক অনুদানের ৫০ লাখ টাকার চেক জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনের কাছে হস্তান্তর করেন।

এ সময় প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম, উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন, উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার, সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস ও মু. আশরাফ সিদ্দিকী বিটু উপস্থিত ছিলেন।