• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ব্রিটেনের সঙ্গে সীমান্ত খুলে দিয়েছে ফ্রান্স,পণ্যবাহী যান চলাচল শুরু

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ২৩, ২০২০
ব্রিটেনের সঙ্গে সীমান্ত খুলে দিয়েছে ফ্রান্স,পণ্যবাহী যান চলাচল শুরু

 

বিবিএন নিউজ ডেস্ক:ফ্রান্স নিষেধাজ্ঞা উঠিয়ে দেয়ার পর আটকে থাকা বৃটিশ ট্রাকগুলো কেন্ট ছাড়তে শুরু করেছে। সীমান্ত বন্ধ থাকায় সেখানকার একটি সাময়িক লরি পার্কিং স্থানে আটকে ছিল এই ট্রাকগুলো। বিবিসি জানিয়েছে, সেখানে মোট ৩৮০০ লরি আটকে ছিল। গত রোববার ফ্রান্স বৃটেনের সঙ্গে তার সীমান্ত বন্ধ করে দিলে এই সংকটের সৃষ্টি হয়।
বৃটেনে করোনাভাইরাসের নতুন একটি স্ট্রেইন ছড়িয়ে পরায় সীমান্ত বন্ধ করে দিয়েছিল ফ্রান্স। বুধবার ফ্রান্স সীমান্ত খুলে দিতে সম্মত হয়। তবে শর্ত দেয় বৃটেন থেকে প্রবেশ করা সকল চালককে করোনাভাইরাস পরীক্ষা করতে হবে।
এদিকে, চালকদের লাইনে দাড়িয়ে করোনা পরীক্ষা করার সময় পুলিশের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটেছে। বৃটিশ পরিবহন মন্ত্রী গ্রান্ট শ্যাপস মানুষদের ধৈর্য্য ধারণের আহবান জানিয়েছেন।

কেন্ট এলাকায় আপাতত ভ্রমণ না করার অনুরোধও জানিয়েছেন তিনি।