• ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জ জেলার দৃষ্টি প্রতিবন্ধী,বেদে ও হিজড়াদের মাঝে মুজিব বর্ষের উপহার

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০২০
সুনামগঞ্জ জেলার দৃষ্টি প্রতিবন্ধী,বেদে ও হিজড়াদের মাঝে মুজিব বর্ষের উপহার

লতিফুর রহমান রাজু,সুনামগঞ্জ: সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, প্রধান মন্ত্রী মুজিব বর্ষ উপলক্ষে সবাই কে সামাজিক নিরাপত্তা বেস্টনীর আওতায় নিয়ে আসতে কাজ করছেন। মুজিব বর্ষে সুনামগঞ্জ জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে এক লক্ষ লাল সবুজের ছাতা সহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হবে। তারই ধারাবাহিকতায় আজ একশ ছাতা ও শীত বস্ত্র প্রদান করা হয়েছে। ২২ ডিসেম্বর দুপুর ১টায় সুনামগঞ্জ সার্কিট হাউসে জেলা প্রশাস‌নের আয়োজনে জেলার দৃষ্টি প্রতি বন্ধী ,অনগ্রসর সম্প্রদায়,বেদে ও হিজড়া দের মাঝে মুজিব বর্ষের উপহার ও শীত বস্ত্র বিতরণ অনুষ্ট‌া‌নে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তা মিজানুল হক সরকারের সঞ্চালনায় ও সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক সুচিত্রা রায়ের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন আশা সিলেট ডিভিশনাল ম্যানেজার ইস্কানদার মির্জা, জেলা ম্যানেজার পূর্ণেন্দু গোস্বামী, রিজিওনাল ম্যানেজার আমিনুল ইসলাম, সত্যজিত সিংহ প্রমুখ।