• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের মানব বন্ধন

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০২০
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের মানব বন্ধন
লতিফুর রহমান রাজু,সুনামগঞ্জ: জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বুধবার দুপুর ১২ টায় সুনামগঞ্জ শহরের ট্রাফিক মোড়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ও সদর ইউনিটের যৌথ আয়োজনে সকল স্তরের মুক্তিযোদ্ধাদের এক বিরাট মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক ও জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে ও  সাংবাদিক পংকজ দের সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলাশাসক শিক্ষা ও আই সিটি মোহাম্মদ জসীম উদ্দিন, বীর মু‌ক্তিযুদ্ধা এড‌ভো‌কেট আলী আমজাদ, এড‌ভো‌কেট রইছ উদ্দিন আহমেদ, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এড‌ভো‌কেট শফিকুল আলম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোহাম্মদ নুরুল মোমেন, সদর কমান্ডার আব্দুল মজিদ  ,সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক হায়দার চৌধুরী লিটন,সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু,মুক্তিযোদ্ধা শাহ আলম  ,সাংবাদিক শামস শামীম প্রমুখ।
বক্তরা বলেন যার ডাকে মুক্তিযোদ্ধাগণ দেশ স্বাধীন করতে যুদ্ধ গিয়েছিল  ,আজ স্বাধীনতার ৪৯ বছরে এসে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের সাহস দেখায় ।এদের মুক্তিযোদ্ধের স্বপেক্ষের শক্তি সবাই ঐক্যবদ্ধ ভাবে মোকাবিলার আহবান জানান।