• ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই রজব, ১৪৪৬ হিজরি

ছাতকে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০২০
ছাতকে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

সুনামগঞ্জ প্রতিনিধি :: ছাতকে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। বুধবার উপজেলা প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্টান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ দিনটি বিশেষ আয়োজনের মধ্য দিয়ে পালন করে।

প্রত্যুষে শিখা সতের স্মৃতিসৌধে ৩৩ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শিখা সতের স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পন করেন। সূর্য্যদোয়ের সাথে-সাথে শিখা সতের স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পন করেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, ছাতক উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, কৃষকের সম্প্রসারণ অধিদপ্তর ছাতক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ছাতক থানা, ছাতক প্রেসক্লাব, ছাতক উপজেলা স্বেচ্ছাসেবকলীগ, উপজেলা ছাত্রলীগ, আনসার ভিডিপি, একটি বাড়ি একটি খামার, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডসহ অন্যান্যরা পুস্পস্তবক অর্পন করেন।

পরে উপজেলা পরিষদ চত্ত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন মুহিবুর রহমান মানিক এমপি। এসময় উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) বিল্লাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) তাপশ শীল, ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগমসহ সরকারী কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরবর্তীতে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মুক্তিযুদ্ধ ভিত্তিক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এদিকে ১২টা ১ মিনিটে ছাতক কেন্দ্রিয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন উপজেলা আওয়ামীলীগের একাংশ, উপজেলা ও পৌর বিএনপিসহ সহযোগী সংগঠন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন জেলা ও উপজেলা শাখা, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ, বঙ্গবন্ধু পাঠাগার, ন্যাশনাল ব্যাংকসহ বিভিন্ন সংগঠনের পক্ষে নেতৃবৃন্দ পুস্পস্তবক অর্পন করেন