• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ছাতকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা 

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ১৪, ২০২০
ছাতকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা 
ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের ছাতকে স্বাধীনতা যুদ্ধে শহীন বুদ্ধিজীবীদের স্বরনে উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নিবার্হী কর্মকতার্ মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে ও উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়ার পরিচালনায় অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান। বিশেষ হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযুদ্ধা সাংগঠনিক কমান্ডার গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাহাদাত মোহাম্মদ লাহিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, সহকারী কমিশনার ভূমি তাপস শীল, ছাতক থানার ওসি শেখ মোহাম্মদ নাজিম উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকতার্ মানিক চন্দ্র দাশ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকতার্ কবি পুলিন চন্দ্র রায়, সিনিয়ন উপজেলা মৎস্য কর্মকতার্ প্রশান্ত দে, উপজেলা সমবায় কর্মকতার্ মতিউর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকতার্ শাহ মো. শফিউর রহমান, বাউবি আঞ্চলিক কর্মকতার্ সিদ্দিকুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকতার্ গোপাল চন্দ্র দাস, উপজেলা আওয়ামীলীগ নেতা চানমিয়া চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারী সাংবাদিক সাকির আমিন, আমার বাড়ী আমার খামার প্রকল্পের সমন্বয়কারী জুলকারনাইন, উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকতার্ প্রনব লাল দাস, উপজেলা নিবার্হী কর্মকতার্র সহকারী ও বাবা লোকনাথ আশ্রমের সভাপতি অরুন অধিকারী, উপজেলা পরিষদের সিএ জিতেন বর্মন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান বলেন ৭১ সালে পাকিস্তানীরা অত্যন্ত সুপরিকল্পিত ভাবে দেশের বুদ্ধিজীবীদের হত্যা করে। জাতিকে মেধাশূন্য করতে এ স্মরযন্ত্র মুলক হত্যা করা হয়েছিল। জাতির পিতা বঙ্গবন্ধুর ডাকে যে প্রত্যয় নিয়ে দেশ স্বাধীন হয়েছিল সেই স্বাধীনতার স্বাদ গ্রহন করতে পারেননি শহীদ বুদ্ধিজীবিরা। আমরা তাদের আত্মার মাগফেরাত কামনা করি।