• ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

বিয়াম ল্যাবরেটরি স্কুলে ভূমি প্রদান করায় প্রধান মন্ত্রী কে ধন্যবাদ জ্ঞাপন

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ৩, ২০২০
বিয়াম ল্যাবরেটরি স্কুলে ভূমি প্রদান করায় প্রধান মন্ত্রী কে ধন্যবাদ জ্ঞাপন

লতিফুর রহমান রাজু সুনামগঞ্জ: সুনামগঞ্জ পৌর শহরের কাজীর পয়েন্ট এলাকায় ২০০৮ সালে বিয়াম ল্যাবরেটরি স্কুলের যাত্রা শুরু হয়। সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ও স্থানীয় সুনামগঞ্জ বাসীর ঐকান্তিক প্রচেষ্টায় ছোট পরিসরে সাবেক ভূমি অফিসে প্রথম ক্লাস শুরু হয়। পরবর্তীতে স্থায়ী ভবনের জন্য ২০০৯ সালে সরকারের কাছে আবেদন করা হয়। অনেক চড়াই উতরাই পেরিয়ে শেষ পর্যন্ত প্রধান মন্ত্রী শেখ হাসিনা ৫৬শতক অকৃষি খাস জমি দান করায় সেই প্রত্যাশা পূর্ণ হলো। সুনামগঞ্জ বাসীর এই আনন্দের দিনে প্রধান মন্ত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও বিয়াম ল্যাবরেটরি স্কুলের পক্ষ থেকে সুনামগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক সভা ও কেক কাটা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ও স্কুলের সভাপতি মোহাম্মদ আব্দুল আহাদ। আরো উপস্থিত থেকে প্রধান মন্ত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব রাশেদ ইকবাল চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আই সিটি মোঃ জসীম উদ্দিন, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা, সহকারী কমিশনার ভূমি মোঃ আরিফ আদনান,সহকারী কমিশনার এস এম রেজাউল করিম, সহকারী কমিশনার রিফাতুল হক, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জের খবর সম্পাদক পংকজ দে,স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল হাসান, অভিভাবক মোঃ রাজ উদ্দিন, দিলারা বেগম, প্রমুখ। পরে কেক কাটেন জেলা প্রশাসক সহ উপস্থিত সবাই।