• ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুরে বঙ্গবন্ধু কর্ণারের শুভ উদ্বোধন করলেন ব্যারিস্টার ইমন

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ২, ২০২০
জগন্নাথপুরে বঙ্গবন্ধু কর্ণারের শুভ উদ্বোধন করলেন ব্যারিস্টার ইমন

সুনামগঞ্জ প্রতিনিধি: বিজয়ের মাসের প্রথম দিনে সুনামগঞ্জ জেলার জগন্নাথ পুর উপজেলার মীর পুর ইউনিয়নপরিষদের পুনঃ সংস্কার ও সজ্জিত করন ,বঙ্গবন্ধু কর্ণার শুভ উদ্বোধন এবং শীতার্ত মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন। এ সময় জগন্নাথ পুর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা টিএইচও মধু সুদন ধর,পাটলী ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক, সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোক্তাদির আহমেদ মুক্তা, মীর পুর ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুল হক চৌধুরী শেরীন,আকমল খান,সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিক আহমেদ চৌধুরী, সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।
কোভিড ১৯ জনিত কারণে জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দিক আহমেদ ভার্চুয়ালী অংশগ্রহণ করেন