• ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ , ১২ই জিলকদ, ১৪৪৫ হিজরি

ব্রেক্সিটের কারণে ডায়নার বায়োপিকে ব্রিটিশ অভিনয় শিল্পীদের কাজ করতে দিচ্ছে না ইইউ!

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ২৬, ২০২০
ব্রেক্সিটের কারণে ডায়নার বায়োপিকে ব্রিটিশ অভিনয় শিল্পীদের কাজ করতে দিচ্ছে না ইইউ!

বিবিএন নিউজ ডেস্ক: বিবিসি, আইটিভি নেটফ্লিক্সের হিট টিভি শোতে কাজ করা এক কাস্টিং এজেন্ট এই বায়োপিকে প্রিন্স উইলয়ামের চরিত্রে অভিনয়ের জন্য ব্রিটিশ পালকদের অডিশনে নিষিদ্ধ করেছেন। বলা হচ্ছে ব্রেক্সিটের কারণে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্কচ্ছেদ হওয়াতেই নেয়া হয়েছে এই সিদ্ধান্ত। (ডেইলি মেইল/ওয়ান বাংলা)

এই বায়োপিকে প্রিন্সেস ডায়নার চরিত্রে অভিনয় করবেন ক্রিশ্চিন স্টুয়ার্ট। এর শুটিং হবে স্যানড্রিংহাম এস্টেটের নকল সেটে। বালকদের অডিশনে প্রথমে কোনও শর্ত রাখা হয়নি। পরে জানানো হয় কোনও ব্রিটিশ এতে অংশ নিতে পারবে না। এতে ক্ষিপ্ত প্রতিক্রিয়া দেখাতে শুরু করে ব্রিটিশরা। দ্য সান

তারা বলছেন, একজন ব্রিটিশ রাজপুত্রের চরিত্রে কোনও ব্রিটিশ অভিনয় করতে পারবে না, এটি বর্নবাদী সিদ্ধান্ত। এই চরিত্র ব্রিটিশ ছাড়া কারও পাওয়াই উচিৎ নয়। কারণ রাজকীয় ব্রিটিশ উচ্চারণে অন্য কোনও দেশের বালক কথা বলতে পারবে না। সবচেয়ে ভালো হয়, ইটন কলেজে লেখাপড়া করা কাউকে এই কাজে নিলে। স্টার ইউকে