• ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ , ১২ই জিলকদ, ১৪৪৫ হিজরি

ছাতকে রিফ্রেসার পল্লী চিকিৎসক প্রশিক্ষন কোর্স উদ্বোধন

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ১৮, ২০২০
ছাতকে রিফ্রেসার পল্লী চিকিৎসক প্রশিক্ষন কোর্স উদ্বোধন
ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধি:সুনামগঞ্জের ছাতকে বাংলাদেশ পল্লী চিকিৎসক কল্যান সমিতির উদ্যোগে উপজেলার সকল পল্লী চিকিৎসকদের দক্ষতা উন্নয়ন লক্ষে আজ বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশিক্ষন হল রুমে ২১ দিন ব্যাপী রিফ্রেসার পল্লী চিকিৎসক ট্রেনিং কোর্সের শুভ উদ্ধোধন ঘোষণা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তী। বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির সুনামগঞ্জ জেলা শাখা সম্বনয়ক বিপন কৃষ্ণ দাশ পলাশের পরিচালনায় উদ্ধোধনী অনুষ্ঠানে প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব চক্রবর্তী, প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাইদুর রহমান। এসময় শিক্ষনার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন তাজুল ইসলাম, ইসমাইল হোসেন, গৌছ মিয়া, লিমন রায়, রবীন্দ্র দাস সবুজ, আক্তার হোসেন, মিজানুর রহমান, মাসুদ আলম, ইকবাল হোসেন, রায়হান আহমদ, সুমন আহমদ। উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে, উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব চক্রবর্তী বলেন, স্বাস্থ্য সেবায় সরকার গুরুত্ব দিয়েছে। পল্লী চিকিৎসকের প্রশিক্ষনের মাধ্যমে মেধা ও দক্ষতা অর্জন করতে হবে। চিকিৎসা সেবায় বই পত্র গুলো আগের চেয়ে আরো আধুনিকায়ন হয়েছে। তাই বেশি বেশি করে বই পড়তে হবে। চিকিৎকের ব্যবস্থাপত্র ছাড়া রোগীদের কোন ধরনের এন্টিবায়োটিক দেয়া যাবে না।