• ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ছাতকে জব্দকৃত অবৈধ ভারতীয় নাসির বিড়ির চালান পুড়িয়ে ধ্বংশ

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ৭, ২০২০
ছাতকে জব্দকৃত অবৈধ ভারতীয় নাসির বিড়ির চালান পুড়িয়ে ধ্বংশ

 

ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধি:ছাতকে পুলিশ কর্তৃক জব্দ করা অবৈধ ভারতীয় নাসির বিড়ির চালান পুড়িয়ে ধ্বংশ করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে ছাতক-দোয়ারার সার্কেল বিল্লাল হোসেন এর উপস্থিতিতে এগুলো পুড়িয়ে ধ্বংশ করা হয়। এসময় জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাজ্জাদুর রহমান, এসআই এহতেশাম, অন্যান্য পুলিশ সদস্য, সাংবাদিক ও স্থানীয় জনতা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, গেল ২১ অক্টোবর জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে থেকে পিকআপ (নং-ঢাকা মেট্রো-চ- ৫১-৩০০৭) ভর্তি ২ লাখ ১০হাজার অবৈধ ভারতীয় নাসির বিড়ির চালান আটক করে পুলিশ। এসময় গাড়ি চালক সিলেটের কানাইঘাটের বড়দেশের মুজিবুর রহমানকেও পুলিশ আটক করে। জব্দকৃত অবৈধ ভারতীয় নাসির বিড়ি পুড়িয়ে ধ্বংশ করার সত্যতা নিশ্চিত করেছেন জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই এহতেশাম। তিনি বলেন, জাউয়াবাজার ট্রাফিক পুলিশ ও তদন্ত কেন্দ্রের পুলিশের যৌথ অভিযানে পিকআপ ভর্তি নাসির বিড়িসহ গাড়ি চালককে আটক করা হয়েছিল। পুড়িয়ে ধ্বংশ করা ভারতীয় অবৈধ নাসির বিড়ির বর্তমান বাজার মূল্য প্রায় ৩ লাখ ১৫হাজার টাকা বলে তিনি জানিয়েছেন।