• ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ছাতকে সাংবাদিক অলিউর রহমানের মাতৃবিয়োগ:বিভিন্ন মহলের শোক

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ২৬, ২০২০
ছাতকে সাংবাদিক অলিউর রহমানের মাতৃবিয়োগ:বিভিন্ন মহলের শোক

 

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:সুনামগঞ্জের ছাতকের সাংবাদিক অলিউর রহমানের মা আয়শা বেগমের (৫৫) লাশ দাফন সম্পন্ন হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের তকিরাই নিজ বাড়িতে জানাযা নামায শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
সোমবার সকাল পৌনে ১১টায় তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্না-রাজিঊন। মৃত্যুকালে স্বামী, ৪ ছেলে ও ২ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। জানাযার নামাযে ইমামতি করেন, মরহুমার স্বামী মাওলানা আরশ আলী এবং মোনাজাত পরিচালনা করেন, মাওলানা নুরুল হুদা।
জানাযার নামাযে তকিরাই জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোসাদ্দেক হোসেন লতিফি, সিলেট দারুস সালাম মাদরাসার শিক্ষক ও আম্বরখানা বড়বাজার জামে মসজিদের ইমাম এবং খতিব মাওলানা নুরুল হক, হাসনাবাদ মাদরাসার সহকারী মোহতামীম মাওলানা আবদুল কাদির, মৈশাপুর মাদরাসার সাবেক মোহতামীম মাওলানা কামাল উদ্দিন, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক আহমদ, যুগ্ম সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মাসুদ কামাল সূফি, নোয়াগাঁও আবদুল জব্বার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাওলানা কামাল উদ্দিন, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, সাংগঠনিক সম্পাদক কাজি রেজাউল করিম রেজা, অর্থ সম্পাদক আতিকুর রহমান মাহমুদ, সদস্য মোশাহিদ আলী, সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক সদরুল আমীন সোহান, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম সম্পাদক মাসুক আহমদ, ছাতক উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মুজাহিদুর রহমান হিরা, ফয়ছল আহমদ সুমন ও কামাল হোসেন, দক্ষিণ খুরমা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক, সাবেক মেম্বার মুহিবুর রহমান মুহিব, মুরব্বি আবুল হোসেন, কাঁচা মিয়া, সামসুদ্দিন, মঈনুদ্দিন, নিজাম উদ্দিন, আবদুস সালাম, মুজিবুর রহমান, কারী আবুল কালাম, হাফেজ মুহিবুর রহমান, হাফেজ আনোয়ার খান, হাফেজ মাহতাব উদ্দিন, জেলা ছাত্রদলের সদস্য তালেব হোসেন তালুকদার, যুবনেতা ছাদিক মিয়া, মরহুমার ছেলে লুৎফুর রহমান ও অলিউর রহমান, ব্যবসায়ী সানোয়ার হোসাইন, মিজানুর রহমান, পাবেল আহমদসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
এদিকে দৈনিক গনমুক্তি, সিলেটের দিনকাল ও হাওরাঞ্চলের কথা পত্রিকার ছাতক প্রতিনিধি অলিউর রহমানের মাতৃবিয়োগে শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। এক শোক বার্তার ছাতক প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি ও সাংগঠনিক সম্পাদক কাজি রেজাউল করিম রেজাসহ নেতৃবৃন্দরা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন।