• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ছাতকে নদীতে ডুবে নিখোঁজ স্কুল ছাত্র ও শ্রমিকের সন্ধান মেলেনি

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ২৬, ২০২০
ছাতকে নদীতে ডুবে নিখোঁজ স্কুল ছাত্র ও শ্রমিকের সন্ধান মেলেনি

 

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:সুনামগঞ্জের ছাতকে সুরমা ও পাহাড়ি পিয়াইন নদীর পানিতে ডুবে নিখোঁজ স্কুলছাত্র ও নৌ-শ্রমিকের সন্ধান মেলেনি। রোববার বিকেলে লাফার্জ-হোলসিম সিমেন্ট লিমিটেডের ফেরিঘাটের জেটি থেকে নদীতে পড়ে নিখোঁজ হয় রাহি মিয়া (১১) নামের এক স্কুলছাত্র। সে পৌরসভার ৫নং ওয়ার্ডের দক্ষিণ বাগবাড়ী এলাকার বাসিন্দা নূর উদ্দিনের ছেলে ও ছাতকপাল্প এন্ড পেপারমিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্র।
এদিকে শনিবার সকালে উপজেলার ইসলামপুর ইউনিয়নের অন্তর্গত পাহাড়ি পিয়ান নদীতে একটি বল্কহেডে বালু লোডিং শেষে রশির সাথে ধাক্কা খেয়ে পানিতে তলিয়ে যায় কৃষনোলাল দাস (৩৬) নামের এক নৌ-শ্রমিক। সে বিশ্বম্ভরপুর উপজেলার ডাবের পাড়গ্রামের যতিন্দ্র লাল দাসের ছেলে। খবর পেয়ে থানা পুুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে দূর্ঘটনাকবলিত বল্কহেডটি আটক করে। থানার উপ-পরিদর্শক আতিকুল আলম খন্দকার বলেন, স্কুলছাত্র ও নৌ-শ্রমিক নিখোঁজের পর ছাতক ফায়ার সার্ভিস ও সিলেট থেকে ডুবুরী দল নদীতে তল্লাশি চালিয়ে সোমবার বিকেল পর্যন্ত খোজাখুজির পরও দু’জনকে উদ্ধার করতে পারেনি।