• ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

অষ্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে, নিখোজ মালয়েশিয়ান বিমানের সন্ধান লাভের দাবী

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ৭, ২০২০
অষ্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে, নিখোজ মালয়েশিয়ান বিমানের সন্ধান লাভের দাবী

বিবি এন নিউজ আন্তর্জাতিক ডেস্কঃ ২০১৪ সালের মার্চ মাসে নিখোজ হয় মালয়েশিয়ার বিমান MH370।  বিমানটি কুয়ালালামপুর থেকে ছেড়ে 239 জন যাত্রী নিয়ে বেইজিংয়ের দিকে যাচ্ছিল।  এটি মধ্য আকাশে বিমানের রাডার থেকে হঠাৎ নিখোজ হয়ে যায়। ব্যাপক অনুসন্ধানের পর ও এর কোন অস্তিত্ব খুজে পাওয়া জায় নি।

এটিমিক এলকোয়েট নামক এক ব্যাক্তি ঐ বিমানের ধংস্বাবশেষ খুজে পেয়েছেন বলে দাবী করেছেন।  বিমানের ধ্বংসস্তূপটি উত্তর কুইন্সল্যান্ডের কেপ ট্রাবলিউশনের নিকটবর্তী একটি  সমুদ্র সৈকতে পড়ে থাকতে দেখা যাচ্ছে।

ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া স্থানীয় লোক মিক এলকোয়েট  তিনি প্রাথমিকভাবে ভেবেছিলেন এটি একটি নৌকা। কাছে গিয়ে আবিষ্কার করেন  বিমানের ডানা এবং ধ্বংসাবশেষ।

মিঃ এলকোয়েট ধ্বংসাবশেষের ছবিগুলি ফেসবুকে শেয়ার করেছেন এতে জনসাধারণের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। সবাই  এটি কে হারিয়ে  যাওয়া মালয়েশিয়ান বিমান বলে ধারনা করছেন।
তবে একজন বিশেষজ্ঞ এটি মালয়েশিয়ার বিমান বলে  মানতে নারাজ। সুত্ররঃ দ্যা সান