• ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে রমজান, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালিত

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ৫, ২০২০
সুনামগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালিত

লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ: শিশুর সাথে শিশুর তরে, বিশ্ব গড়ি নূতন করে এই প্রতিপাদ্য কে সামনে রেখে আজ (৫ – ১১ অক্টোবর) ২০২০ বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ সুনামগঞ্জে পালিত হয়েছে।
সুনামগঞ্জ জেলা প্রশাসনের ও জেলা শিশু একাডেমীর আয়োজনে ভার্চুয়াল পদ্ধতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোঃ আব্দুল আহাদের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আই সিটি মোঃ জসীম উদ্দিনের সঞ্চালনায় ভার্চুয়ালী অংশগ্রহণ করেন গণ পূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আল আমিন, ডেপুটি সিভিল সার্জন ডা মোঃ আশরাফুল হক, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল বর্মন, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, দিলীপ মজুমদার, ব্র্যাকের কর্ম কর্তা এ কে আজাদ, সহকারী কমিশনার ভূমি মোঃ আরিফ আদনানের আরিফ আদনান, মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু,জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ফৌজিয়ারা শাম্মি, মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া,জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার চৌধুরী আহমেদ মঞ্জুরুল পাবেল,হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশ্মীর রেজা, সরকারি এসসি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজ মাশহুদ চৌধুরী, সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জুর রহমান, শেখ রাসেল শিশু কিশোর পরিষদ সুনামগঞ্জ সভাপতি এম এ আরমান ও শিক্ষার্থী মির্জা মাহিয়া তাসনিম প্রমুখ।
সভায় শিশুদের বসবাস উপযোগী পরিবেশ সৃষ্টি ও সকল অধিকার নিশ্চিত করতে সকল কে সতর্ক থাকতে হবে। কারণ আজকের শিশুরাই আগামীর ভবিষ্যত।