• ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ছাতক (উত্তর) উপজেলা তালামীযের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ৫, ২০২০
ছাতক (উত্তর) উপজেলা তালামীযের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

 

নিজস্ব প্রতিনিধি ছাতক থেকেঃ বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ছাত্রনেতা হাফিজ রফিকুল ইসলাম তালুকদার বলেছেন, তালামীয কর্মিদের জাগতিক চাকচিক্যের কাছে বিক্রি না হয়ে আখিরাতের পাথেয় সংগ্রহে মনোযোগ দিতে হবে।সেক্ষেত্রে আল্লাহর ইবাদাতে আরও আন্তরিকভাবে আত্মনিয়োগ করতে হবে। নিজের মধ্যে হুব্বে রাসুল (সঃ) লালন করতে হবে এবং মন মানসিকতা কে বড় করতে হবে । করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এই দীর্ঘ ছুটিতে আমাদের কর্মিদের আধ্যাত্মিক বিষয়ে কিছুটা হলেও মনোযোগ দিয়ে হবে। তিনি বলেন, তালামীয কর্মিদের ভিন্ন মতালম্বি মানুষদের যথাযত সম্মান দেখাতে হবে। সেজন্য নিজেকে প্রথমে গড়ে তুলতে হবে।তিনি কর্মিদের ফেসবুকসহ সামাজিক যোগাযোগের মাধ্যমের উপযুক্ত ব্যবহারের ও সংগঠনের কার্যক্রম কে আরো গতিশীল করার আহবান জানান।

আজ ০৪ অক্টোবর, রবিবার,দুপুর ১১ ঘটিকার সময় সুফিনগর দাখিল মাদ্রাসা কনফারেন্স হলে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ছাতক (উত্তর) উপজেলা শাখা আয়োজিত দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাখার সভাপতি আলী আহমদ নাঈমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল মুহিবের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শাখার অফিস সম্পাদক মো. আব্দুল আহাদ।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান তাজুল। সংগঠনের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ছাত্রনেতা আব্দুল কাইয়ুম সিদ্দিকী, অফিস সম্পাদক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, সহ প্রশিক্ষণ সম্পাদক ইসলাম উদ্দিন। ছাতক (দক্ষিণ) উপজেলা সাধারণ সম্পাদক শিরন আহমদ। ছাতক (উত্তর) উপজেলা আল ইসলাহ সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম জালালী। দোয়ার (পৃর্ব) উপজেলার অর্থ সম্পাদক লালন আহমদ রাজু।

বৈঠকে দায়িত্বশীলের মধ্যে উপস্থিত ছিলেন শাখা সহ সভাপতি এইচ এম আব্দুল বাছিত,টিএ সুলেমান, মাহফুজুর রহমান জুয়েল। সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন লিলু, প্রচার সম্পাদক হাফিজ মামনুর রশিদ মামুন, সহ অফিস সম্পাদক আতাউল গনি, প্রশিক্ষণ সম্পাদক কামরান হোসাইন, সহ প্রশিক্ষণ সম্পাদক জাকারিয়া মাহমুদ শাকির, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক শামীম আহমদ, সদস্য ইমামুল ইহসান,সেবুল আহমদ,ছানাউর রহমান মনাঈ,হাফিজ জাকির হোসেন, আব্দুল লতিফ, খরিদিছর আলিম মাদ্রাসার সভাপতি সিদ্দিকুর রহমান রিমন,কালারুকা দক্ষিণ ইউনিয়নের সভাপতি মুহিবুর রহমান,ধারণ আঞ্চলিক শাখার সভাপতি মো.ইমাদ উদ্দিন প্রমূখ।