• ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

এম সি কলেজের চিহ্নিত সন্ত্রাসী ও নারী ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবীতে, তারুণ্যের ৭১ ছাতকের মানববন্ধন

bilatbanglanews.com
প্রকাশিত সেপ্টেম্বর ৩০, ২০২০
এম সি কলেজের চিহ্নিত সন্ত্রাসী ও নারী ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবীতে, তারুণ্যের ৭১ ছাতকের  মানববন্ধন

বিবি এন নিউজঃ শত বছরের ঐতিহ্যবাহী সিলেটে এম সি কলেজে উশৃংখল ছাত্রলীগ নেতা কর্মী কতৃক জোর পুর্বক নারী ধর্ষক কারীদের সর্বোচ্চ শাস্তির দাবীতে তারুণ্যের ৭১ ছাতকের বিশাল মানব বন্ধন স্হানীয় ট্রাফিক পয়েন্টে মংগল বার বিকালে অনুষ্ঠিত হয়েছে।
তারুণ্যের-৭১ এর সভাপতি আদনান কাওসার রাজ্জাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফতাব উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন তারুণ্যের-৭১ এর সহ সভাপতি খালেদ হাসান, কবির আহমদ ওয়ালিদ, আবির আহমদ, কার্জন মোবারক, য্গ্মু সাধারণ সম্পাদক মাহবুব পারভেজ, সাংগঠনিক সম্পাদক যুবায়ের আহমদ শিব্বির, মুক্তিরগাঁও অষ্টগ্রাম আলো কল্যাণ ট্রাষ্টের সভাপতি রবিউল হাসান, এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাছুম আহমদ, তাসরিফ হোসাইন, মুজাহিদ আহমদ, আব্দুর রহিম, মাহফুজুর রহমান, মুজাহিদুর রহমান সোহাগ, অভি আম্বিয়া, হাফিজুর রহমান মনাই, আফজাল বারি জয়, বদরুদ্দোজা আহমদ মাহবুব, মাহদি হাসান, নাজিম উদ্দিন, বখতিয়ার হোসাইন, শিমুল হাসান, মাজহারুল ইসলাম নাঈম, আহমেদ ইফতি মাছুম আহমদ, শিপন রায়, রেজাউল ইসলাম, আলী রাজ, আতিক হাসান, রবিউল আহমদ মারজান, তাহহিদ হেলাল, ইয়ামান চৌধুরী, শান্ত প্রমুখ।
সভায় বক্তরা ছাত্র নামধারী কুখ্যাত সন্ত্রাসী নারী ধর্ষণকারীদের বিরোদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সরকারের প্রতি আহবান জানান এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গণআন্দোলন গড়ে তোলার লক্ষে সকলকে ঐক্যবদ্ধ থাকতে অনুরোধ করেন।