• ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ছাতকে ৬ জুয়াড়ি আটক

bilatbanglanews.com
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২০
ছাতকে  ৬ জুয়াড়ি আটক

বিবি এন নিউজঃ সুনামগঞ্জের ছাতকে ছাত্রদল নেতাসহ ছয় জন জুয়াড়িকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টের পেট্রোল পাম্প সংলগ্ন একটা দোকান থেকে তাদের আটক করেন ছাতক থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান।

আটককৃতরা হলেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফয়সল আহমদ সুমন, স্থানীয় মিলন মিয়া, আব্দুস শহিদ, ফয়সাল আহমদ, দিলোয়ার হোসেন ও মোজাম্মেল হোসেন।

এদের মধ্যে ফয়সল আহমদ সুমনের বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

ভারপ্রাপ্ত ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান।