• ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

রচডেলে লকডাউন আইন ভঙ্গ, জানাজায় শত শত মুছল্লী

bilatbanglanews.com
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২০
রচডেলে লকডাউন আইন ভঙ্গ,  জানাজায় শত শত মুছল্লী

বিবি এন নিউজঃ  নর্থ ইংল্যান্ডের রচডেল শহরে গতকাল সোমবার লকডাউন আইন ভেংগে শত শত মুসলমান জানাজায় শরীক হয়েছেন। স্হানীয় ডিনহার্ষ্ট কবর স্হানে মৃতদেহ দাফন কালে সেখানে শত শত লোক জড়ো হতে দেখা যায়।

লকডাউন আইনে ৩০ জনের বেশী জমায়েত না হওয়ার কথা থাকলে ও কেউ তা মানেন নি। এ নিয়ে কমিউনিটিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।