• ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন:সভাপতি শাহজাহান, সাধারণ সম্পাদক তারেক

bilatbanglanews.com
প্রকাশিত সেপ্টেম্বর ১২, ২০২০
সুনামগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন:সভাপতি শাহজাহান, সাধারণ সম্পাদক তারেক

সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন হয়েছে। শুক্রবার রাতে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে জরুরি সভা শেষে দুই বছর মেয়াদী কমিটি গঠন করা হয়।
সভায় সর্বস্মতিক্রমে দৈনিক মানবকন্ঠের জেলা প্রতিনিধি শাহজাহান চৌধুরীকে সভাপতি ও যমুনা টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মাহমুদুর রহমান তারেক কে সাধারণ সম্পাদক করে ২০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য দ্বায়িত্বপ্রাপ্তরা হলেন, সহ সভাপতি মাসুক মিয়া(সিলেট বাণী), লুৎফুর রহমান(এনটিভি ইউরোপ), যুগ্ম সম্পাদক জাকির হোসেন (ইনডিপেনডেন্ট টেলিভিশন-ভোরের কাগজ), মো. আমিনুল ইসলাম(ডিবিসি নিউজ-ডেইলি অবজারভার), কোষাধক্ষ্য আশিকুর রহমান পীর(বাংলানিউজ-Cদিনক আলোকিত বাংলাদেশ), দপ্তর সম্পাদক দেওয়ান তাছাদ্দুক রাজা ইমন(জেটিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিসুজ্জমান চৌধুরী ইমন(সুনামগঞ্জ প্রতিদিন), ক্রীড়া সম্পাদক আল আমিন(বণিক বার্তা-রাইজিংবিডি), তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোশাইদ আহমদ রাহাত(জাগো নিউজ-সিলেট টুডে), কার্যকরী সদস্য লতিফুর রহমান রাজু(সংবাদ-শ্যামল সিলেট), এমরানুল হক চৌধুরী(মাছরাঙা টেলিভিশন-দৈনিক জনকন্ঠ), হাসান চৌধুরী কামরুল(দৈনিক ইনকিলাব), রেজাউল করিম(দৈনিক সুনামকন্ঠ), আফজাল হোসেন(দৈনিক আমার বার্তা) দিলাল আহমদ(দৈ‌নিক আজ‌কের বিজ‌নেস বাংলা‌দেশ) জাহাঙ্গীর আলম(দৈনিক হিজল করচ), মনোয়ার চৌধুরী(দৈনিক জৈন্তা বার্তা), আল হাবিব(নিউজস্টার ডটকম)।
প্রধান নির্বাচন কমিশনার সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু ও সহকারী প্রধান নির্বাচন কমিশনার সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী নতুন কমিটির দ্বায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।