• ২৮শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ছাতকে সন্ত্রাসী হামলায় আহত যুবকের মৃত্যু

bilatbanglanews.com
প্রকাশিত মে ২, ২০২১
ছাতকে সন্ত্রাসী হামলায় আহত যুবকের মৃত্যু

 

ছাতক প্রতিনিধি: ছাতকে সন্ত্রাসী হামলায় আহত সানি সরকার (২২) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়েছে। সে ছাতক শহররে মন্ডলীভোগ এলাকার কাজল সরকারের একমাত্র পুত্র। গত বুধবার সন্ধ্যায় পৌরসভা কার্যালয়ের রাস্তায় ডেকে নিয়ে পরিকল্পিতভাবে তার উপর হামলা চালায় প্রতিপক্ষের সুয়েব আহমদসহ তার সহযোগীরা। হামলায় গুরুতর আহত সানি সরকারকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ৪দিন লাইফ সাপোর্টে ছিলো সে। রোববার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। হামলার ঘটনায় কাজল সরকার বাদী হয়ে ছাতক থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ নাঈম আহমদ (২২) নামের একজনকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে। সুনামগঞ্জের সিনিয়র সহকারি পুলিশ সুপার ছাতক সার্কেল বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে সুয়েবসহ হামলাকারীদের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।