• ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ব্রিটেনে পুলিশের ক্ষমতা বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ, গ্রেফতার ৯

bilatbanglanews.com
প্রকাশিত মে ২, ২০২১
ব্রিটেনে পুলিশের ক্ষমতা বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ, গ্রেফতার ৯

বিবিএন নিউজ ডেস্ক: ব্রিটেনে পুলিশের ক্ষমতা বৃদ্ধির পরিকল্পনার বিরুদ্ধে আজ কয়েক হাজার বিক্ষোভকারী আজ ‘কিল দ্য বিল’ শ্লোগানে যুক্তরাজ্যের বিভিন্ন শহরগুলিতে মিছিল করেছে।

প্রস্তাবিত পুলিশ, অপরাধ সাজা এবং আদালতের আইনের বিরোধিতা করে বিক্ষোভকারীরা । যুক্তরাজ্যের চল্লিশটি শহরে বিপুল সংখ্যাক বিক্ষোভকারীরা রাস্তায় বিক্ষোভ মিছিল ও জনসভা করে। এই আইনটি ইংল্যান্ড এবং ওয়েলসের পুলিশকে সহিংস বিক্ষোভ দমন করার জন্য আরও ক্ষমতা দেবে এবং জনগনের শান্তি বিনষ্ট করে কোন ধরণের মিছিলকে অপরাধ হিসেবে গণ্য করা হবে।

আজ সন্ধ্যায় মহানগর পুলিশ বিক্ষোভ চলাকালীন কমপক্ষে নয়জনকে গ্রেফতার করেছে বলে নিশ্চিত করেছে। নিউক্যাসেল সহ বেশ কয়েকটি স্থানে পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে বলে জানা যায়। পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন স্থানে রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। সূত্র: এনটিভি নিউজ/জনমত