• ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ইতিহাসের বৃহত্তম কয়েন তৈরি করলো রয়্যাল মিন্ট

bilatbanglanews.com
প্রকাশিত মে ১, ২০২১
ইতিহাসের বৃহত্তম কয়েন তৈরি করলো রয়্যাল মিন্ট

বিবিএন নিউজ ডেস্ক:  যুক্তরাজ্যের জন্য কয়েন প্রস্তুতকারী রয়্যাল মিন্ট ইতিহাসের বৃহত্তম কয়েন উন্মোচন করেছে। কোম্পানিটি জানিয়েছে এটিই ১ হাজার ১০০ বছরের ইতিহাসে সবচেয়ে বড় কয়েন। এটি ২০ সেন্টিমিটার প্রস্থ এবং ওজন ১০ কিলোগ্রাম (কেজি)। কোম্পানিটির পক্ষ থেকে এটিকে অসাধারণ কাজ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

এটির আর্থিক মূল্য দশ হাজার ব্রিটিশ পাউন্ট। কয়েনটি তৈরিতে সময় লেগেছে ৪০০ ঘণ্টা। এর মধ্যে মসৃণ করতেই লেগেছে চারদিন।

কয়েনটি এরইমধ্যে বিক্রি হয়ে গেছে। বিক্রি বা ক্রেতার বিষয়ে কোনও তথ্য দেয়নি রয়্যাল মিন্ট। শুধু জানিয়েছে, এমন অনণ্য সাধারণ শ্রমের দ্বারা তৈরি কয়েনের মূল্য ছয় অংকের হবে।

কয়েনটি তৈরি করেছে মিন্টের একদল অভিজ্ঞ কারিগর। প্রচলিত দক্ষতার সঙ্গে উদ্ভাবনী প্রযুক্তি কাজে লাগানো হয়েছে। তৈরির প্রক্রিয়ায় এনগ্রেভিং মেশিনে ডিজাইন কাটা হয়। পরে হাত দিয়ে কাটার ফলে যেসব দাগ ছিল সেগুলো মুছে ফেলা হয়েছে। মসৃণ হয়ে গেলে লেজার দ্বারা উপরিপৃষ্টে কাজ করা হয়।

এমন কয়েন মাত্র একটিই তৈরি করা হয়েছে বলে জানিয়েছে রয়্যাল মিন্ট। যাদের বাজেট কম তাদের জন্য একই ডিজাইনের কয়েন তৈরি করা হয়েছে। ৫ পাউন্ড আর্থিক মূল্যের এমন ডিজাইনে কয়েন কেনা যাবে ১৩ পাউন্ড দিয়ে।সূত্র: টাইমস নাউ