• ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

নাসির বিড়ি,কয়লা,চুনাপাথরসহ ঠেলাগাড়ী আটক করেছে সুনামগঞ্জ বিজিবি

bilatbanglanews.com
প্রকাশিত এপ্রিল ৩০, ২০২১
নাসির বিড়ি,কয়লা,চুনাপাথরসহ ঠেলাগাড়ী আটক করেছে সুনামগঞ্জ বিজিবি
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ:লাউরগড় বিওপির টহল দল  তাহিরপুর উপজেলাধীন বাধাঘাট ইউনিয়নের সায়েদাবাদ নামক স্থান হতে ৯০ ঘনফুট ভারতীয় চুনাপাথরসহ ৬টি ভ্যান (ঠেলা গাড়ী) আটক করে, যার আনুমানিক মূল্য ৪০,৮০০/- টাকা।

বনগাঁও বিওপির টহল দল  সুনামগঞ্জ সদর উপজেলাধীন  রংগারচর ইউনিয়নের বনগাঁও নামক স্থান হতে ১৩,৫০০ পিস ভারতীয় নাসির বিড়ি আটক করে, যার  মূল্য ২২,৯৫০/- টাকা।টেকেরঘাট বিওপির টহল দল ৩০ এপ্রিল  তাহিরপুর উপজেলাধীন  উত্তর শ্রীপুর ইউনিয়নের বুরুঙ্গাছড়া নামক স্থান হতে ৯৫০ কেজি কয়লা আটক করে, যার আনুমানিক মূল্য ১২,৩৫০/- টাকা।সর্বমোট  মূল্য ৭৬,১০০/- টাকা।

আটককৃত ভারতীয় নাসির বিড়ি, কয়লা, চুনাপাথরসহ ঠেলাগাড়ী শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে জানিয়েছেন সুনামগঞ্জ বিজিবির অধিনায়ক তসলিম এহসান পিএসসি।