• ২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে সফর, ১৪৪৭ হিজরি

ছাতকে বীর মুক্তিযোদ্ধা নুরুল হক স্মৃতি পাঠাগারের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

bilatbanglanews.com
প্রকাশিত এপ্রিল ৩০, ২০২১
ছাতকে বীর মুক্তিযোদ্ধা নুরুল হক স্মৃতি পাঠাগারের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

 

ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধি:সুনামগঞ্জের ছাতকে ইয়াছিন বাগ ফাউন্ডেশন ও বীর মুক্তিযোদ্ধা নুরুল হক স্মৃতি পাঠাগারের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে। আজ শুক্রবার দক্ষিন খুরমা ইউনিয়নের আজ বাউর গ্রামে স্বাস্থ্য বিধি মেনে ও শারীরিক দুরত্ব বজায় রেখে এ ইফতার মাহফিল অনুষ্ঠান আবু রেহান -এর সঞ্চালনায় ইফতার মাহফিলপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ইয়াছিন বাগ ফাউন্ডেশন ও বীর মুক্তিযোদ্ধা নুরুল হক স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি ও সিলেট জেলা বার এর আইনজীবি অ্যাডভোকেট সাহাব উদ্দিন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সুনামগঞ্জ জেলা শাখার তথ্য ও গবেষণা সম্পাদক এবং ছাতক উপজেলা শাখার প্রতিষ্টাতা আহবায়ক, জাতীয় দৈনিক ‘ঢাকা প্রতিদিন’, দি ডেইলি ‘নিউজ মেইল’ পত্রিকার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি ও হাওরাঞ্চলের কথা পত্রিকার স্টাফ রিপোর্টার শামীম আহমদ তালুকদার, অন্যান্য বিশিষ্ট মুরব্বি সুনুর আলী, আব্দুস শহীদ, গোলাম রব্বানী, ওলাছ মিয়া, ইউপি সদস্য হারুন মিয়া, মুজিবুর রহমান, সিরাজ মিয়া, বকতিয়ার হোসেন তালুকদার, দোলার বাজার দাখিল মাদরাসার সুপার মাওলানা জুনাইদ আহমদ, মাওলানা সৈয়দ আলী, ফয়জুর রহমান, আইন উদ্দিন, আনছার আলী, আব্দুল কাদির, ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন, আনোয়ার হোসেন প্রমুখ।

মোনাজাত পরিচালনা করেন বাউর জামে মসজিদের ইমাম।