• ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিলেটে বিপুল পরিমাণ গুলিসহ অস্ত্র উদ্ধার

bilatbanglanews.com
প্রকাশিত এপ্রিল ৩০, ২০২১
সিলেটে বিপুল পরিমাণ গুলিসহ অস্ত্র উদ্ধার

সিলেট প্রতিনিধি: সিলেটে ৪৩০ পিস গুলিসহ ৪ টি (২২ বোর) রাইফেল উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩০ এপ্রিল) দুপুরে র‌্যাব-৯ এর এএসপি (মিডিয়া) ওবাইন বিষয়টি নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, গতকাল (২৯ এপ্রিল) রাত আড়াইটার দিকে সময় গোপন সংবাদের ভিত্তিতে গোালাপগঞ্জ থানার নুরুল মিয়ার বাড়ির পেছন থেকে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন র‌্যাব-৯ সিলেট ক্যাম্পের মেজর মো. শওকাতুল মোনায়েম, এএসপি ওবাইন ও এএসপি আফসান-আল-আলম এবং এএসপি সোমেন মজুমদার।

পরে উদ্ধারকৃত অস্ত্র ও গুলির আলামতসহ সংশ্লিষ্ট থানায় একটি জিডি করা হয়।