• ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শেখ রাসেল হত্যা কারীদের বিচার বাংলার মাটিতে হবেই -ব্যারিস্টার ইমন

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ১৮, ২০২০
শেখ রাসেল হত্যা কারীদের বিচার বাংলার মাটিতে হবেই -ব্যারিস্টার ইমন

লতিফুর রহমান রাজু সুনামগঞ্জ: সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির বলেছেন ৭৫ এর ১৫আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের সঙ্গে তার কনিষ্ঠ পুত্র শেখ রাসেল কে ও ঘাতকরা নির্মম ভাবে হত্যা করেছে। বর্তমান আওয়ামী লীগের সরকার আইনি সহায়তা নিয়ে ঘাতকদের বিচার করেছে। বাকি ঘাতকরা বিদেশ পালিয়ে বেড়াচ্ছে তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।
শেখ রাসেলের ৫৬ তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল শিশু কিশোর পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ও বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। শেখ রাসেল শিশু কিশোর পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি এমএ আরমানের সভাপতিত্বেও সাধারণ সম্পাদক শোয়েব আহমেদেরপরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন। আরো উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক ইশতিয়াক আহমেদ শামীম, দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, সিরাজুল ইসলাম, শাহ আবু নাসের, বাদল তালুকদার প্রমুখ।