বিবিএন নিউজ ডেস্ক : পূর্ব লন্ডনের বাংলাদেশী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের বেথনালগ্রীন মার্কেটে খোয়াজ জুয়েলার্সে দু:সাহসিক চুরির ঘটনা ঘটেছে। চুরের দল প্রায় ৩শ হাজার পাউন্ডের স্বর্ণালংকার নিয়ে যায়। রবিবার ভোররাতে খোয়াজ জুয়েলার্সের পাশ্ববর্তী একটি শাড়ীর দোকানের পেছনের গ্রেজ দিয়ে প্রবেশ করে চুরের দল। তারপর শাড়ীর দোকানের ওয়াল ভেঙ্গে উক্ত দোকানে প্রবেশ করে, এরপর স্বর্নের দোকানের সুরক্ষিত দেয়ার ভেঙ্গে প্রবেশ করে খোয়াজ জুয়েলার্সে। এরপর দোকানে রক্ষিত স্বর্ণলংকার নিয়ে যায়।(ওয়ানবাংলা)