• ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পুলিশের গুলিতে ৫ শ্রমিক নিহতের ঘটনায় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

bilatbanglanews.com
প্রকাশিত এপ্রিল ২২, ২০২১
পুলিশের গুলিতে ৫ শ্রমিক নিহতের ঘটনায় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

বিবিএন নিউজ ডেস্ক : চট্টগ্রামের বাঁশখালির শ্রমিক নিহতের ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করেছে মানবাধিকার ও আইন সহায়তা প্রদানকারী সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)। আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করা হয়।

রিট আবেদনে ওই ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে তিন কোটি এবং আহতদের দুই কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। একইসঙ্গে ওই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে এবং নিহত ও আহত শ্রমিকদের পরিবারের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশনা চাওয়া হয়েছে।

এর আগে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ৫ নিহতের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে লিগ্যাল নোটিশ পাঠায় আসক।

নোটিশে পুলিশের গুলিতে নিহত প্রত্যেক পরিবারকে তিন কোটি টাকা ও আহত প্রত্যেকের পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়। এছাড়া নিহত ও আহত শ্রমিকের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয় নোটিশে।