• ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

হেফাজত নেতা জুনায়েদ আল হাবিব ও জালাল উদ্দিন ৭ দিনের রিমান্ডে

bilatbanglanews.com
প্রকাশিত এপ্রিল ১৮, ২০২১
হেফাজত নেতা জুনায়েদ আল হাবিব ও জালাল উদ্দিন ৭ দিনের রিমান্ডে

বিবিএন নিউজ ডেস্ক: ২০১৩ সালের হেফাজতের তাণ্ডবের ঘটনায় হওয়া মামলায় দলটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি আল্লামা জুনায়েদ আল হাবিব এবং কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (১৮ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

দুই আসামিকে আজ আদালতে হাজির করে পুলিশ। এ সময় পল্টন থানায় হেফাজতের তাণ্ডবের ঘটনায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাঁদেরকে ১০ দিন করে রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তাঁদের প্রত্যেকের ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গতকাল শনিবার (১৭ এপ্রিল) জুনায়েদ আল হাবিবকে রাজধানীর বারিধারা থেকে ও মাওলানা জালাল উদ্দিনকে গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করে।