• ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১লা জিলকদ, ১৪৪৫ হিজরি

সারা দেশে আইসিইউ পর্যায়ের ৭৮০ বেড চালু

bilatbanglanews.com
প্রকাশিত এপ্রিল ১৫, ২০২১
সারা দেশে আইসিইউ পর্যায়ের ৭৮০ বেড চালু

বিবিএন নিউজ ডেস্ক: করোনা চিকিৎসায় রাজধানীসহ সারা দেশে ৭৮০টি আইসিইউ পর্যয়ের বেড চালু করেছে সরকার। এর মধ্যে সরকারি হাসপাতালগুলোতে ৩৫৫টি এবং বেসরকারি হাসপাতালগুলোতে ৪২৫টি বেড চালু করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বেডগুলোর সঙ্গে হাই ফ্লো নেজাল ক্যানোলা ও অন্যান্য সুবিধা যুক্ত করে এগুলোকে আইসিইউ পর্যায়ে উন্নীত করা হয়েছে। দেশের বিভিন্ন হাসপাতালগুলোতে রোগীদের এভাবে সাধারণ বেডে রেখে হাই ফ্লো নেজাল ক্যানোলাসহ আরও নানাভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। সেক্ষেত্রে এই বেডগুলো যুক্ত করার মাধ্যমে রোগীদের ভোগান্তি কিছুটা কমবে।