• ২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে সফর, ১৪৪৭ হিজরি

ছাতকে ইউনিক ওয়েলফেয়ার ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরন

bilatbanglanews.com
প্রকাশিত এপ্রিল ১৩, ২০২১
ছাতকে ইউনিক ওয়েলফেয়ার ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরন

বিবি এন নিউজ ডেস্কঃ পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষে ছাতকের নোয়ারাই ইউনিয়নে “ইউনিক ওয়েলফেয়ার ফাউন্ডেশন ” বন্দর গাও  কতৃক  নোয়ারাই ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামের অসচ্চল ও সুবিধা বঞ্চিত পরিবার গুলোর মধ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।

ইউনিক ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী মুহাম্মদ সমুজ আলীর অর্থায়ন ও  সার্বিক তত্বাবধানে অর্ধশতাধিক পরিবার গুলোর মাঝে রামাদ্বান গিফট হিসাবে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়। কর্মসুচী পালন কালে সংস্থার সদস্যবৃন্দ ছাড়া ও গ্রামের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

উল্লখ্য যে, বিগত কয়েক বছর ধরে ধারাবাহিক ভাবে রামাদ্বান মাসে এই মানবিক কর্মসুচী পালন করা হচ্ছে। এক বার্তায়, সংস্হার চেয়ারম্যান সমাজের বিত্তশালীদের যার যার সামর্থ্য অনুযায়ী আশেপাশের খেটে খাওয়া মানুষের পাশে দাড়ার আহবান জানান।