• ২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে সফর, ১৪৪৭ হিজরি

মানুষ কে বাঁচানোই এখন মূল কাজ প্রধান মন্ত্রীর নির্দেশ-পরিকল্পনামন্ত্রী

bilatbanglanews.com
প্রকাশিত এপ্রিল ১১, ২০২১
মানুষ কে বাঁচানোই এখন মূল কাজ প্রধান মন্ত্রীর নির্দেশ-পরিকল্পনামন্ত্রী
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ: পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, মানুষ কে বাচাঁনোই এখন মূল কাজ, এটি প্রধান মন্ত্রীর নির্দেশ। এতে  কিছুটা   কঠোর হতে হবে। আমাদের অভ্যন্তরীণ সমন্বয় করে কাজ করতে হবে।আর এর প্রধান সমন্বয়ক হিসেবে কাজ করছেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা। এতে কাজের শক্তি বৃদ্ধি হয়। সুনামগঞ্জের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক উল্লেখ করে মন্ত্রী বলেন রাষ্ট্রের মৌলিক বিষয় হচ্ছে আইন শৃংখলা। এর কাজ আবহমান কাল থেকেই শুরু হয়েছে। আইন শৃংখলা পরিস্থিতির আরো উন্নতি ঘটাতে আরো সজাগ থাকার আহবান জানান।
রবিবার সকাল ১০টায় সুনামগঞ্জ জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেছেন। সুনামগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বিপিএম  ,সিভিল সার্জন ডাক্তার শামস উদ্দিন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, জেল সুপার মোহাম্মদ নওশের ভূইয়া,বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আলী আমজাদ, ডাঃ সৈয়দ মনোয়ার আলী ,কৃষিসম্প্রসারণ অধিদপ্তর উপ পরিচালক ফরিদুল হাসান, বিশ্বমভর পুর উপজেলার চেয়ারম্যান সফর উদ্দিন,প্রমুখ। পরে জেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে ২৭৪ জন ক্যান্সার, কিডনী,লিভার সহ গুরুতর অসুস্থ রোগীকে জন প্রতি ৫০  হাজার টাকা করে মোট এক কোটি ৩৭ লক্ষ টাকা অনুদান অনুষ্ঠানের  চেক প্রদান  উদ্বোধন করেন।