• ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে ৯৭টি বিট পুলিশিং এলাকায় সভা-সমাবেশ অনুষ্ঠিত

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ১৭, ২০২০
সুনামগঞ্জে ৯৭টি বিট পুলিশিং এলাকায় সভা-সমাবেশ অনুষ্ঠিত

লতিফুর রহমান রাজু সুনামগঞ্জ: ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সারা দেশে একযোগে পুলিশ সমাবেশের অংশ হিসেবে আজ সুনামগঞ্জে ও ৯৭টি বিট পুলিশিং এলাকায় সভা, সমাবেশ হয়েছে। প্রতিটি সমাবেশে নারী,পুরুষ, জন প্রতিনিধি, ইমাম, পুরোহিত, শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন পর্যায়ের মানুষ অংশগ্রহণ করেন।
নারীর প্রতি সহিংসতা নিরসনে, আপনার পুলিশ আপনার পাশে। নারী ধর্ষণ, নির্যাতন বন্ধ করি,নারী বান্ধব দেশ গড়ি এই শ্লোগান কে সামনে রেখে আজ শনিবার সকাল ১০টায় সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষন শ্রী ইউনিয়ন পরিষদের কার্যালয়ে ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে এক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বিপিএম, সুনামগঞ্জ সদল মডেল থানার ওসি মোহাম্মদ সহিদুর রহমান ,সুনামগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল হোসেন, লক্ষনশ্রী ইউপি চেয়ারম্যান আব্দুল অদুদ, ইউনিয়ন বিট অফিসার এস আই মোঃ কবির হোসেন, সহকারী বিট অফিসার এ এস আই সুবোধ চন্দ দে,প্রমুখ।
এছাড়া সুনামগঞ্জ পৌর এলাকার ৩ টি বিট পুলিশিং এলাকায় সভা করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হায়াতুননবী সায়েম তেঘরিয়া ও গৌড়ারং ইউনিয়ন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাহেব আলী পাঠান নতুন পাড়া, এবং সহকারী পুলিশ সুপার মোঃ জয়নাল আবেদীন হাছন নগর ,সুরমা ইউনিয়নে সদর ওসি মোহাম্মদ সহিদুর রহমান, মোহনপুর ইউনিয়নে এস আই মামুনুর রশিদ, কাঠইর ইউনিয়নে এস আই মিজানুর রহমান, জাহাঙ্গীর নগর ইউনিয়নে এস আই জিননাতুল ইসলাম, রঙ্গার চর ইউনিয়নে এস আই জাহাঙ্গীর আলম, মোল্লা পাড়া ইউনিয়নে এস আই রাশিদুল হাসান,। সুনামগঞ্জ জেলার ১১টি থানার উদ্যোগে ও সভা, সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।