• ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

তাহিরপুরের শনির হাওরে বোরো ধানকাটা উৎসব

bilatbanglanews.com
প্রকাশিত এপ্রিল ৭, ২০২১
তাহিরপুরের শনির হাওরে বোরো ধানকাটা উৎসব

লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ: সুনামগঞ্জের বৃহৎ বোরো ফসলের ভান্ডার তাহিরপুর উপজেলার শনির হাওরে বোরে ধান কাটা উৎসব শুরু হয়েছে।উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে আজ ৭ এপ্রিল বুধবার সকালে শনির হাওরে আনুষ্ঠানিকভাবে বোরো ধান কাটা শুরু করা হয়। এ সময় ধানকাটা উৎসবে অংশগ্রহণ করেন, সুনামগঞ্জের জেলা প্রসাসক মো.জাহাঙ্গীর হোসেন, পানি উন্নয়ন বোর্ডের পূর্বাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এস এম শহিদুল ইসলাম, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ফরিদুল হাসান, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাবিবুর রহমান, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান-উদ-দৌলা, এলজিইডি উপজেলা প্রকৌশলী মো.ইকবাল কবীর, উপেজলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এখলাছুুর রহমান তারা, সহ দপ্তর সম্পাদক শাহিন রেজা,উপজেলা যুবলীগের আহবায়ক হাফিজ উদ্দিন পলাশ, উপজেলা  মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রফিকুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, মৎস্যজীবী লীগের সদস্য সচিব আজিজুল হক,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এমরান হোসেন ভীপক, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবুল বাশার প্রমুখ।

উল্লেখ্য : চলতি বোরো মৌসুমে উপজেলার আটটি হাওরে ১৭ হাজার ৯৮০ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে।