• ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

ছাতক থানায় মামুনূল হকের সমর্থকদের হামলার ঘটনায় আটক ৯

bilatbanglanews.com
প্রকাশিত এপ্রিল ৪, ২০২১
ছাতক থানায় মামুনূল হকের সমর্থকদের হামলার ঘটনায় আটক ৯

বিবিএন নিউজ ডেস্ক:: নারায়ণগঞ্জের রয়েল রিসোর্টে নারীসহ হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে আটকের ঘটনার জেরে সুনামগঞ্জের ছাতক থানায় মামুনুল হকের অনুসারীদের হামলা ও ভাংচুরের ঘটনায় ছাতক থানায় মামলা (নং-০৫) দায়ের করা হয়েছে।

রোববার ছাতক থানার এসআই আনোয়ার মিয়া বাদী হয়ে ৯৪জনের নাম উল্লেখ করে এ মামলাটি করেন। এ মামলায় অজ্ঞাত আরও ৯০০জনকে আসামি করা হয়েছে।

জানা যায়, গত শনিবার রাতে বিক্ষোভ মিছিল শেষে ছাতক থানায় হামলা চালায় হেফাজতে ইসলামের কর্মী সমর্থকরা। হামলায় থানার সেবা চত্বর ব্যাপক ভাংচুর করা হয় এর আগে মিছিলকারিদের হামলায় চার জন পুলিশ সদস্য আহত হন। এসময় হেফাজতে ইসলামের ৯জনকে আটক করে পুলিশ।

ছাতক থানার অফিসার ইনচার্জ নাজিম উদ্দিন জানান, মামলার সত্যতা নিশ্চিত করে জানান. হামলাকারীদের গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।