• ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ঋণের দায়ে তাহিরপুরে বিষপানে চাল ব্যবসায়ীর আত্বহত্যা

bilatbanglanews.com
প্রকাশিত এপ্রিল ১, ২০২১
ঋণের দায়ে তাহিরপুরে বিষপানে চাল ব্যবসায়ীর আত্বহত্যা

নিজস্ব প্রতিবেদক:সুনামগঞ্জের তাহিরপুরে ঋণের দায়ে এক চাল ব্যবসায়ী বিষপানে আত্বহত্যা করেছেন।
নিহতের নাম হযরত আলী (৪৮)। তিনি উপজেলার উওর বড়দল ইউনিয়নের পৈলনপুর গ্রামের আব্দুল হেকিম ওরফে লাদেনের ছেলে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।
এরপুর্বে মঙ্গলবার রাত ১টার দিকে নিজ বাড়িতেই তিনি বিষপান করেন।
বৃহস্পতিবার রাতে নিহত হযরত আলীর মেয়ের জামাতা হাবিব এ তথ্য নিশ্চিত করেন।
নিহতের সহোদর নিজাম উদ্দিন জানান, তিন ছেলে ও তিন মেয়ে সহ ছয় সন্তানের জনক হযরত আলী চাল ব্যবসার সুবাধে উপজেলার একাধিক ব্যাক্তির নিকট হতে প্রায় ৩৫ হতে ৪০ লাখ টাকা ঋণ নেন। অপরদিকে পাওনাদারদের ঋণ পরিশোধের চাপে বেশ কিছুদিন ধরেই তিনি মানসিকভাবে বিপর্যস্থ হয়ে পড়েছিলেন।.
তিনি আরো জানান,মঙ্গলবার দিবাগত রাত পৌনেটার দিকে হযরত আলী উপজেলার পৈলনপুরের নিজ বাড়িতেই বিষপান করেন।
পরদিন বুধবার সকালে তাকে সুনামগঞ্জ সদর মডেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
সেখানে তার শারিরীক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য দ্রæত সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।।