• ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

১১ এপ্রিল ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে অনিশ্চয়তা

bilatbanglanews.com
প্রকাশিত মার্চ ২৯, ২০২১
১১ এপ্রিল ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে অনিশ্চয়তা

 

বিবিএন নিউজ ডেস্ক: আগামী ১১ এপ্রিল দেশে অনুষ্ঠিতব্য স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।সোমবার (২৯ মার্চ) বিকালে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বাংলা ভিশন টিভি সূত্র থেকে জানা গেছে। মহামারী করোনা ভাইরাস নিয়ন্ত্রণে সকালে সরকার ১৮টি নির্দেশনা জারি করে। এরপর জরুরি বৈঠকে বসে নির্বাচন কমিশন। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা, নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী (অব), ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার, অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইসি সূত্রে জানা গেছে, ১১ এপ্রিল দেশের ৩৭১টি ইউনিয়ন পরিষদ ও ১১টি পৌরসভায় ভোটগ্রহণের দিন ধার্য ছিলো। এর মধ্যে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ভাতগাও, নোয়ারাই ও সিংচাপইড় ইউনিয়ন রয়েছে। করোনার কারণে এগুলো স্থগিত করা হয়েছে। করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করে এসব ইউনিয়ন ও পৌরসভার নির্বাচনের পরবর্তী তারিখ নির্ধারণ করা হবে। ইউপি ও পৌরসভা নির্বাচনের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে। প্রার্থীরাও রয়েছেন ভোটের মাঠে। এমন খবরে হতভম্ব হয়ে পড়েছেন নির্বাচনী এলাকার প্রার্থী ও ভোটাররা। ছাতকের ৩ টি ইউনিয়নের নির্বাচনের বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার মোঃ ফয়েজুর রহমান জানান, বিভিন্ন অনলাইন মাধ্যমে এ ধরণের সংবাদ পাওয়া গেছে। তবে অফিসিয়াল কোনো সংবাদ বা নির্দেশনা এ পর্যন্ত তার হাতে পৌছায় নি। তিনি বিষয়টি নিশ্চিত করতে পারেন নি।